২০২৬ সালের ১০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে গাইড কিনে দেয়া হবে।

0

 


ছবি: প্রতিকী অর্থে ছবিটি ব্যবহৃত  হয়েছে।


আলহামদুলিল্লাহ…  
আজ আপনাদের সাথে আমার জীবনের একটি আনন্দের খবরটি শেয়ার করছি।

আপনাদের ভালোবাসা, দোয়া আর নিয়মিত সাপোর্টে আমার ফেসবুক পেজে **ইনকাম শুরু হয়েছে**।  
আর সেই ইনকাম *নিজের জন্য নয়*—  
এর মাধ্যমে আমি কিছু মানুষের স্বপ্ন পূরণ করতে চাই।

**স্বপ্নটি হলো:**  
**২০২৬ সালে ১০০ জন অসহায়, গরীব, সুবিধাবঞ্চিত, স্বপ্নবাজ শিক্ষার্থীকে বিনামূল্যে গাইড/বই কিনে দেওয়া।**


যে শিশুরা টাকার অভাবে বই কিনতে পারে না,  
যে ছাত্রটি শুধু একটা গাইড না থাকায় ক্লাসে পিছিয়ে পড়ে,  
যে মেয়েটি চুপচাপ কান্না চেপে রাখে কারণ বাড়িতে বই কেনার টাকা নেই…

আমি চাই—  
আপনাদের দেওয়া লাইক, কমেন্ট আর শেয়ারে আমার যত ইনকাম হবে তা দিয়ে এই কাজটি করার। প্রথমে হয়ত 
১০০ জনের ইচ্ছা করলাম। কিন্তু যদি ফেসবুক বেশি টাকা দেয়। তাহলে আরো অনেককেই সহোযোগিতা করতে 
পারবো ইনশাআল্লাহ।

*আপনার একটি শেয়ার, লাইক, কমেন্টে ফেসবুক ‘এক টাকা’ দিবে। তাই, অন্তত একটাকা দিয়ে হলেও এই
কাজে আপনার সহোযোগীতা চাই। আপনার আপনার একটি শেয়ার, লাইক, কমেন্টে বদলে দিতে পারে একটি শিশুর
 পুরো শিক্ষাজীবন।**  
তাই- আগে এই পোস্টে একটি লাইক দিন। অনেকগুলো স্টিকার কমেন্ট করুন। এবং এই পোস্টটি শেয়ার করুন যাতে
যাতে অনেকেই জানতে পারে। 
 আপনার একটি শেয়ার একজনের স্বপ্নকে নতুন পথ দেখাতে পারে।

২০২৬ সালে  
—আমরা সবাই মিলেই ১০০টি হৃদয়ে বইয়ের ঘ্রাণ পৌঁছে দেবো ইনশাআল্লাহ।  

এটা শুধু আমার কাজ নয়—এটা **আমাদের সকলের সাদাকায়ে জারিয়া**।  
আসুন, মানবতার এই পথে একসাথে হাঁটি…  
কারো অন্ধকারে, আলো জ্বালাই।  
❤️🙏  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Welcome to English Spoon, your dedicated online resource for mastering English, with confident and effective English communication.