আসসালামু আলাইকুম! ছোট-বড় সবার ইংরেজি শেখার জন্য আমাদের একটি পাবলিক গ্রুপ রয়েছে। স্পোকেন ইংলিশ চর্চা করতে ও নিজেকে দক্ষ করে তুলতে আজই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে: https://chat.whatsapp.com/CXtsI1kRf2X48cCCTLDihd
বি:দ্র: সকল শ্রেণির ইংরেজি বইয়ের সমাধান পেতে আমাদের ফেসবুক পেজ: facebook.com/gmsirfb এবং ইউটিউব চ্যানেল: youtube.com/gmsir এর সাথেই থাকুন।
পূর্ববর্তী পৃষ্ঠাসমূহের সমাধান: https://englishspoon.blogspot.com/search/label/Class%201%20%7C%20%20English%20For%20Today-%202026%20%7C%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%20%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE
Page: 13 | Lesson 1: The Alphabet Song | Unit 2
এই পৃষ্ঠায় শিশুদের হাতের লেখা সুন্দর করার জন্য বিভিন্ন প্যাটার্ন বা রেখা অঙ্কনের অনুশীলন দেওয়া হয়েছে।
D. Look and trace. (দেখো এবং চিহ্নিত রেখার ওপর হাত ঘোরাও)
Look: তাকাও বা দেখো。
Trace: দাগের ওপর দিয়ে রেখা টানা বা হাত ঘোরানো।
এই অংশে বেশ কিছু ডটেড লাইন (Dotted lines) বা বিন্দুযুক্ত রেখা দেওয়া আছে। শিক্ষার্থীদের কাজ হলো পেন্সিল দিয়ে এই বিন্দুগুলোর ওপর দিয়ে দাগ টেনে রেখাগুলো পূর্ণ করা। এখানে বিভিন্ন ধরণের রেখা আছে যেমন:
খাড়া রেখা (Vertical lines)।
বৃত্তাকার রেখা (Circular lines)।
তীর্যক রেখা (Slanting lines)।
ঢেউখেলানো রেখা (Wavy lines)।
জিগ-জ্যাগ রেখা (Zig-zag lines)।
এই অনুশীলনের মাধ্যমে শিশুদের হাতের নিয়ন্ত্রণ বাড়ে, যা পরবর্তীতে বর্ণমালা (Letters) সুন্দর করে লিখতে সাহায্য করে。
আসসালামু আলাইকুম! ছোট-বড় সবার ইংরেজি শেখার জন্য আমাদের একটি পাবলিক গ্রুপ রয়েছে। স্পোকেন ইংলিশ চর্চা করতে ও নিজেকে দক্ষ করে তুলতে আজই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে: https://chat.whatsapp.com/CXtsI1kRf2X48cCCTLDihd
বি:দ্র: সকল শ্রেণির ইংরেজি বইয়ের সমাধান পেতে আমাদের ফেসবুক পেজ: facebook.com/gmsirfb এবং ইউটিউব চ্যানেল: youtube.com/gmsir এর সাথেই থাকুন।
No comments:
Post a Comment