Class 1 | English For Today 2026 | (Page 12) Unit 2 | Lesson 1: The Alphabet Song বাংলা ব্যাখ্যা | প্রথম শ্রেণি ইংলিশ ফর টুডে ২০২৬।


আসসালামু আলাইকুম! ছোট-বড় সবার ইংরেজি শেখার জন্য আমাদের একটি পাবলিক গ্রুপ রয়েছে। স্পোকেন ইংলিশ চর্চা করতে ও নিজেকে দক্ষ করে তুলতে আজই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে: https://chat.whatsapp.com/CXtsI1kRf2X48cCCTLDihd

বি:দ্র: সকল শ্রেণির ইংরেজি বইয়ের সমাধান পেতে আমাদের ফেসবুক পেজ: facebook.com/gmsirfb এবং ইউটিউব চ্যানেল: youtube.com/gmsir এর সাথেই থাকুন।

পূর্ববর্তী পৃষ্ঠাসমূহের সমাধান: https://englishspoon.blogspot.com/search/label/Class%201%20%7C%20%20English%20For%20Today-%202026%20%7C%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%20%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE


Page: 12 | Lesson 1: The Alphabet Song | Unit 2

আপনার অনুরোধ অনুযায়ী ১২ নম্বর পৃষ্ঠার বিস্তারিত শব্দার্থ ও ব্যাখ্যা নিচে দেওয়া হলো:

A. Listen and sing. (শোনো এবং গাও)

এই অংশে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলো (a থেকে z) গানের মাধ্যমে শেখানো হয়েছে।

  • গানের শেষ অংশ:

    • x y z oh, dear me! (ওহ, প্রিয় আমার!)

    • When shall I learn my a b c? (কখন আমি আমার এ বি সি শিখব?)

শব্দার্থ ও ব্যাখ্যা:

  • Listen: শোনা।

  • Sing: গান করা।

  • Alphabet: বর্ণমালা।

  • Song: গান।

  • Dear: প্রিয়।

  • Learn: শেখা।

  • When: কখন।

B. Sing ‘The Alphabet Song’ in groups. (দলে ভাগ হয়ে ‘বর্ণমালা গানটি’ গাও)

  • In groups: দলগতভাবে বা দলে ভাগ হয়ে।

C. Look at the letters. Listen and repeat. (অক্ষরগুলোর দিকে তাকাও। শোনো এবং পুনরাবৃত্তি করো)

  • Look at: দিকে তাকাও।

  • Letters: অক্ষর বা বর্ণ।

  • Repeat: পুনরাবৃত্তি করা (বারবার বলা)।


আসসালামু আলাইকুম! ছোট-বড় সবার ইংরেজি শেখার জন্য আমাদের একটি পাবলিক গ্রুপ রয়েছে। স্পোকেন ইংলিশ চর্চা করতে ও নিজেকে দক্ষ করে তুলতে আজই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে: https://chat.whatsapp.com/CXtsI1kRf2X48cCCTLDihd

বি:দ্র: সকল শ্রেণির ইংরেজি বইয়ের সমাধান পেতে আমাদের ফেসবুক পেজ: facebook.com/gmsirfb এবং ইউটিউব চ্যানেল: youtube.com/gmsir এর সাথেই থাকুন।

No comments:

Post a Comment