৯০ পৃষ্ঠার শব্দার্থ: গৃহপালিত পশু ও পাখি
UNIT 9: Domestic animals and birds
অর্থ: ইউনিট ৯: গৃহপালিত পশু ও পাখি
Domestic animals: গৃহপালিত পশু
and birds: এবং পাখি
Lesson 3
অর্থ: লেসন ৩
Lesson 3: লেসন ৩
A. Look, listen, say, and then read after teacher.
অর্থ: তাকাও, শোনো, বলো এবং তারপর শিক্ষকের পরে পড়ো।
Look: তাকাও
listen: শোনো
say: বলো
and then: এবং তারপর
read after teacher: শিক্ষকের পরে পড়ো
A cow is a domestic animal.
অর্থ: একটি গরু হলো একটি গৃহপালিত পশু।
A cow: একটি গরু
is: হয়
a domestic animal: একটি গৃহপালিত পশু
A hen is a domestic bird.
অর্থ: একটি মুরগি হলো একটি গৃহপালিত পাখি।
A hen: একটি মুরগি
is: হয়
a domestic bird: একটি গৃহপালিত পাখি
We keep them in our houses.
অর্থ: আমরা তাদের আমাদের বাড়িতে রাখি।
We keep: আমরা রাখি
them: তাদের
in our houses: আমাদের বাড়িতে
The cow gives us milk.
অর্থ: গরু আমাদের দুধ দেয়।
The cow: গরুটি
gives us: আমাদের দেয়
milk: দুধ
We drink milk.
অর্থ: আমরা দুধ পান করি।
We drink: আমরা পান করি
milk: দুধ
The hen lays eggs for us.
অর্থ: মুরগি আমাদের জন্য ডিম পাড়ে।
The hen: মুরগিটি
lays eggs: ডিম পাড়ে
for us: আমাদের জন্য
We eat eggs.
অর্থ: আমরা ডিম খাই।
We eat: আমরা খাই
eggs: ডিম
অনুশীলনী B এবং C-এর সমাধান
B. Ask and answer the following questions in pairs.
অর্থ: জোড়ায় নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও।
What kind of animal is the cow? (গরু কী ধরনের প্রাণী?)
উত্তর: The cow is a domestic animal.
What does it give us? (এটি আমাদের কী দেয়?)
উত্তর: It gives us milk.
What kind of bird is the hen? (মুরগি কী ধরনের পাখি?)
উত্তর: The hen is a domestic bird.
What does it give us? (এটি আমাদের কী দেয়?)
উত্তর: It gives us eggs.
C. Write the missing words in the blanks from the box.
অর্থ: বক্স থেকে শূন্যস্থানে সঠিক শব্দগুলো লেখো।
A hen is a domestic bird. It lives in our house. It lays eggs for us. We eat eggs.
(শব্দগুলো: animal, house, lives, lays, eggs)
সঠিক উত্তর: A hen is a domestic animal. It lives in our house. It lays eggs for us. We eat eggs.
(দ্রষ্টব্য: বক্সের শব্দ 'animal' হলেও, বাক্যটিতে 'bird' শব্দটি বেশি সঠিক। তবে বক্সের শব্দ ব্যবহার করলে 'animal' হবে। বাক্যটি বইয়ের উপরের অংশে 'A hen is a domestic bird' লেখা আছে। কিন্তু, নিচে শূন্যস্থান পূরণের জন্য animal শব্দটি দিতে হবে, যেহেতু bird শব্দটি বক্সে নেই। তবে বাক্যের পরের অংশ থেকে বোঝা যায়, 'A hen is a domestic bird' হবে। আমরা বক্সের শব্দগুলো ব্যবহার করে পূরণ করছি, কারণ প্রশ্নে তা বলা হয়েছে।)
সংশোধিত উত্তর (বক্সের শব্দ ব্যবহারে):
A hen is a domestic animal. It lives in our house. It lays eggs for us. We eat eggs.
৯১ পৃষ্ঠার শব্দার্থ: গৃহপালিত পশু ও পাখি
UNIT 9: ইউনিট ৯
Domestic animals and birds: গৃহপালিত পশু ও পাখি
Lesson 3: লেসন ৩
D. Group work. Write the names of the domestic animals and birds you know.
অর্থ: দলগত কাজ। তুমি চেনো এমন গৃহপালিত পশু ও পাখিদের নাম লেখো।
Group work: দলগত কাজ
Write: লেখো
the names: নামগুলো
of the domestic animals and birds: গৃহপালিত পশু ও পাখিদের
you know: তুমি চেনো
E. Put full stops and question marks in the blanks. Read them aloud in your group.
অর্থ: শূন্যস্থানে ফুল স্টপ এবং প্রশ্নবোধক চিহ্ন বসাও। তোমাদের দলে এগুলো জোরে পড়ো।
Put: বসাও
full stops: ফুল স্টপ
and: এবং
question marks: প্রশ্নবোধক চিহ্ন
in the blanks: শূন্যস্থানে
Read them aloud: সেগুলো জোরে পড়ো
in your group: তোমাদের দলে
F. Now write 4/5 sentences about your favourite bird or animal.
অর্থ: এখন তোমার প্রিয় পাখি বা পশু সম্পর্কে ৪/৫টি বাক্য লেখো।
Now: এখন
write: লেখো
4/5 sentences: ৪/৫টি বাক্য
about: সম্পর্কে
your favourite bird or animal: তোমার প্রিয় পাখি বা পশু
অনুশীলনী D এবং E-এর সমাধান
D. গৃহপালিত পশু ও পাখির নাম (উদাহরণ)
Animals: Cow (গরু), Goat (ছাগল), Dog (কুকুর), Cat (বিড়াল), Sheep (ভেড়া)।
Birds: Hen (মুরগি), Duck (হাঁস), Pigeon (কবুতর)।
E. বিরাম চিহ্ন বসানো (Full stops and question marks)
Orpa has a pet animal .
It is a cat .
Its name is Nini .
Have you any pet animal ?
Do you love it ?
What is its name ?
F. প্রিয় পশু বা পাখি সম্পর্কে লেখা (উদাহরণ)
(এটি একটি ব্যক্তিগত উত্তর। যেমন, কুকুর সম্পর্কে লেখা যেতে পারে)
My favourite animal is the dog.
It is a domestic animal and is very loyal to its owner.
It has a furry body and a wagging tail.
Dogs are clever and can be trained easily.
They are great friends and guard our houses.